Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

পীরগাছায় ৫৪ হাজার ৭শ পরিবারের মাঝে সহায়তা প্রদান শুরু

০৮ মে, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
পীরগাছায় ৫৪ হাজার ৭শ পরিবারের মাঝে সহায়তা প্রদান শুরু
রংপুর প্রতিনিধি :

ঈদ উল ফিতর উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলার ৫৪ হাজার ৭শ অসহায়, গরীব পরিবারের মাঝে ভিজিএফ (আর্থিক) সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ মে) দুপুরে উপজেলার পারুল ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম, ওসি তদন্ত শাহিনুর রহমান, পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁন, ইউপি সচিব মোস্তাক আহম্মেদ প্রমুখ।

পরে জেলা প্রশাসক আসিব আহসান পীরগাছা সদর ইউনিয়নে অনুরুপ এই কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, ইউপি সচিব সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আব্দুল আজিজ জানান, এ উপজেলায় মোট ৫৪ হাজার ৭শ ৩জনকে ভিজিএফ (আর্থিক) সহায়তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে কল্যাণী ইউনিয়নে ৪ হাজার ৬শ জন, পারুল ইউনিয়নে ৬ হাজার ৮শ জন, ইটাকুমারী ইউনিয়নে ৪ হাজার ৫শ ৫০ জন, অন্নদানগর ইউনিয়নে ৫ হাজার ৪শ জন, ছাওলা ইউনিয়নে ৭ হাজার ৩শ জন, তাম্বুলপুর ইউনিয়নে ৭ হাজার ২শ ৮০ জন, পীরগাছা সদর ইউনিয়নে ৮ হাজার ২৩ জন, কৈকুড়ী ইউনিয়নে ৬ হাজার জন এবং কান্দি ইউনিয়নে ৪ হাজার ৭শ ৫০ জন পরিবার রয়েছে।

প্রত্যেক পরিবারকে নগদ ৪৫০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এসব সহায়তা প্রদান কালে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার