Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

মাগুরায় নসিমনের চাঁপায় শিশু নিহত

০৮ মে, ২০২১ ৬:০৬ অপরাহ্ণ
মাগুরায় নসিমনের চাঁপায় শিশু নিহত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মহম্মদপুরে ইট বোঁঝাই নসিমনের চাঁপায় সামিয়া নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৮ মে) সকাল ৯ টায় মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির দরিসালধা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বড় বোন সানজিদা (৭) এর সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে মায়ের জ্বালানি (খড়ি) আনা দেখছিল দুই বোন। এ সময় চাকুলিয়া এতিম ভাটা থেকে ইট বোঝাই করে নসিমন মিঠাপুরের দিকে যাওয়ার সময় শিশুটির বাড়ীর সামনে থেকে তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই শিহাব শেখের ২য় কন্যা সামিয়ার (২) মৃত্যু হয়। চালক দুই জন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে নসিমন দুটি জব্দ করে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

এ বিষয়ে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রতনুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক নসিমনসহ দুটি গাড়ী আমরা আটক করি। মামলার প্রস্তুতি চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে যদি মামলা না করা হয় সে ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

শেয়ার