Top
সর্বশেষ

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’

০৯ মে, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’

বছর ঘুরে আবার আসছে ঈদুল ফিতর। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তাই ক্রেতাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে ওয়ালটন মোবাইল দিচ্ছে বিশেষ ‘ঈদ সালামি’। এর আওতায় ওয়ালটন ‘প্রিমো আরএক্সএইট’ এবং ‘প্রিমো এনএফফাইভ’ মডেলের স্মার্টফোন কিনলেই থাকছে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।

ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো আরএক্সএইট’ মডেলের বাজারমূল্য ১৫,৫৯৯ টাকা। আর ‘প্রিমো এনএফফাইভ’ মূল্য ৯,৬৯৯ টাকা। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকে ওই দুই মডেলের স্মার্টফোন কিনে রেজিস্ট্রেশন করলেই ‘ঈদ সালামি’ পাবেন গ্রাহক। পাশাপাশি ঘরে বসে ওয়ালটন ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকেও হ্যান্ডসেট দুটি কেনায় ‘ঈদ সালামি’ মিলবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সুবিধা পাবেন গ্রাহকরা।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান জানান, ‘ঈদ সালামি’ পেতে স্মার্টফোন কেনার পর মেসেজ অপশনে গিয়ে বিও (BO) লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই (IMEI) নাম্বার লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হবে। গ্রাহক বিক্রেতার কাছ থেকে তাৎক্ষণিকভাবে তা সংগ্রহ অথবা মোবাইলের দামের সঙ্গে সমন্বয় করতে পারবেন।

উল্লেখ্য, সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক ফিচারে সমৃদ্ধ হ্যান্ডসেট উৎপাদন ও বাজারজাত করে ওয়ালটন অর্জন করেছে প্রযুক্তিপ্রেমীদের আস্থা। নিজস্ব কারখানায় তৈরি ওয়ালটন স্মার্টফোনগুলোতে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হচ্ছে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতারা বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা থাকছে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে। আছে ইএমআই সুবিধাও।

জানা গেছে, উভয় পাশে গ্লাস প্যানেলযুক্ত ‘প্রিমো আরএক্সএইট’ স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ২০:৯ রেশিওর পাঞ্চ হোল এইচডি প্লাস ডিসপ্লে। এর বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ২.০ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ ১২ ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ১২৮ জিবি অভ্যন্তরীণ মেমোরি, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৪০০০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল সিমে ফোরজি ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্ট, ফেস আনলক, সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি।

স্মার্টফোনটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল পাঞ্চহোল সেলফি ক্যামেরা। পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ৫পি লেন্স সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরায় রয়েছে ১৬ এমপি মেইন, ৮ এমপি ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, ৫ এমপি ম্যাক্রো এবং ২ এমপি ডেপথ ক্যামেরা।

এদিকে মোল্ডেড টেক্সচারের ব্যাক কভারযুক্ত বড় ডিসপ্লের ‘প্রিমো এনএফফাইভ’ মডেলের উল্লেখযোগ্য ফিচার হলো ৬.৮২ ইঞ্চির ২০:৯ রেশিওর এইচডি প্লাস ইনসেল আইপিএস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ১.৮ গিগাহার্জের ১২ ন্যামোমিটার হেলিও এ২০ কোয়াডকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স, ৩ গিগাবাইট র‌্যাম, ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ডুয়াল ফোরজি সিম সাপোর্টসহ মেমোরি কার্ডের জন্য আলাদা স্লট, ফিংগারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, এন্টি-থেফট ইত্যাদি।

এর পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এইচডি ট্রিপল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে ১/৩.০৬ ইঞ্চির সেন্সর। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

শেয়ার