Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ময়মনসিংহে পথ শিশুদের মাঝে পুনাকের ঈদ বস্ত্র বিতরণ

১০ মে, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
ময়মনসিংহে পথ শিশুদের মাঝে পুনাকের ঈদ বস্ত্র বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি :

ঈদকে সামনে রেখে ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও ছিন্নমূল পথ শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে।

রোববার (৯ মে) বিকেলে রেলওয়ে স্টেশন চত্বরে ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী কানিজ আহমারের পক্ষে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ শাহজাহান মিয়া ও জয়িতা শিল্পী (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এই নতুন জামা কাপড় বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া বলেন, সুবিধাবঞ্চিত, অসহায় পথশিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নতুন জামা কাপড় বিতরণের উদ্যোগ গ্রহণ করে। করোনা মহামারিতে সুবিধাবঞ্চিত কোমলমতি পথশিশুদের নতুন জামা কাপড় দিতে পেরে আমরা আনন্দবোধ করছি। এদিকে ঈদের আগে নতুন জামা কাপড় পেয়ে খুশি অসহায় ও ছিন্নমূল পথশিশুরা।

এর আগেও অসহায়, দরিদ্র, বেকার, কর্মহীন মানুষের পাশে করোনাকালীন ও শীতকালে নতুন জামা, গরম কাপড় ও কম্বল বিতরণ করে পুনাক সভানেত্রী। এ সময় ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার