Top
সর্বশেষ

ময়মনসিংহে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা

১৮ মে, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
ময়মনসিংহে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা
ময়মনসিংহ প্রতিনিধি :

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয় দপ্তরে আটকে রেখে হেনস্থা এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাব সাধারন সম্পাদক বাবুল হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সংগঠনের কেন্দ্রীয় সদস্য শাহিদুল আলম খসরু, ময়মনসিংহ সাংবাদিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মুসা, ইয়ুথ জার্ণালিস্ট ফোরাম (বাংলাদেশ) ময়মনসিংহ শাখার সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাংবাদিক নেতা কাজী মোহাম্মদ মোস্তফা, বিপ্লব বসাক, কামাল হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বক্তারা অবিলম্বে দোষিদের গ্রেফতার ও রোজিনা ইসলামের নিশর্ত মুক্তি দাবি করেন।

শেয়ার