ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনে ৪৫২টি ভবন ধ্বংস হয়েছে। এতে ৫২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের অফিস ফর দ্য কো–অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
বাস্তুচ্যুতদের মধ্যে ৪৭ হাজার মানুষ জাতিসংঘ পরিচালিত ৫৮টি স্কুলে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের অফিস ফর দ্য কো–অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র ইয়েন্স লেয়ার্কে বলেন, ছয়টি হাসপাতাল ও নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ ১৩২টি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। ৩১৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বর্তমানে ফিলিস্তিনে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, এখানে চিকিত্সা সরঞ্জামের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। অনেক মানুষ স্কুলে আশ্রয় নেওয়ায় করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত আছে। গাজার তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ দিকে ইসরায়েলের ভাষ্যমতে, সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলের ১২ জন নিহত হয়েছেন।