গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন মানুষ। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন।
শনিবার (২২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ খবার পাওয়া গেছে।
করোনায় মৃত্যুর শুরু থেকে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে।