Top

করোনাভাইরাস: ভারতে একদিনে মৃত্যু আরও ৪৪৫৪ জন

২৪ মে, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
করোনাভাইরাস: ভারতে একদিনে মৃত্যু আরও ৪৪৫৪ জন

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন মানুষ। এর মধ্যদিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছালো দুই কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।

আর গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৪৫৪ জনের। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে সোমবার সকালে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালেও; এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার কেন্দ্রভূমি হয়ে উঠেছে ভারত। দুই কোটি ৬০ লাখের বেশি সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে এই দেশ।

মৃতের হিসেবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে ভারত। সর্বশেষ এক মাসেরও কম সময়ে করোনায় দেশটিতে এক লাখ মানুষের মুত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেয়ার