করোনায় বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।
তবে আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি ফিরেছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে নেমেছে। গত ১৪ এপ্রিলের পর প্রথমবার এমন ঘটনা ঘটল। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার মানুষ। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লাখের বেশি।