মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়-এর সাথে ভূমি মন্ত্রণালয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের জনগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন ফি উপায়-এর মাধ্যমে পরিশোধ করতে পারবে।
বুধবার (২৬ মে) উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।
এ সময় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সমঝোতা চুক্তির ফলে উপার ব্যবহারকারীরা ভবিষ্যতে ভূমির বিভিন্ন ফি যেমন ই-পরচা (খতিয়ান), ই-মিউটেশন (নামজারী), ভূমি উন্নয়ন কর তথা জমির খাজনা উপায়-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
উপায়, ইউসিবি’র একটি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকরাী সাবসিডিয়ারী প্রতিষ্ঠান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহামান পিএএ, উপ-সচিব জাহিদ হোসের পনির, ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সেকেন্দার-ই-আজম, উপায়-এর ডিরেক্টর, বিজনেস সেলস সাদ করিম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।