সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বাশার আল জাফারি বলেছেন, আমরা ফিলিস্তিনের প্রতি সমর্থনকে ফরজ দায়িত্ব বলে মনে করি।
তিনি আরও বলেছেন, সিরিয়ার কাছে গোলান মালভূমি যেমন গুরুত্বপূর্ণ তেমনি ফিলিস্তিনও গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতাকে যেহেতু আমরা অবশ্যপালনীয় কর্তব্য বলে মনে করি সে কারণে এ ক্ষেত্রে অন্য আর কোনো কিছুই প্রয়োজন নেই।
বাশার আল-জাফারি বলেন, ফিলিস্তিনকে যে কোনো ধরণের সহায়তা করার জন্য সিরিয়া সর্বদা প্রস্তুত রয়েছে এবং এটি সব সময় অব্যাহত থাকবে। এখন পর্যন্ত হাজার হাজার তরুণ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বিভিন্ন যুদ্ধে আত্মত্যাগ করেছেন। এখন এই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়া আমাদের কর্তব্য।
সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন: “আমরা নিউইয়র্ক ও জেনেভাসহ বিশ্বের সব ফোরামেই ফিলিস্তিনিদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছি। ইতিহাসে ফিলিস্তিনিরা অনেক ইন্তিফাদা বা গণঅভ্যুত্থানের সূচনা করেছে। কিন্তু সাম্প্রতিক ইন্তিফাদা পূর্ববর্তী সব ইন্তিফাদার চেয়ে আলাদা ছিল।” -পার্সটুডে