Top
সর্বশেষ

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

২৯ মে, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
বরগুনা প্রতিনিধি :

২৯ মে গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে পৌর শহরের বড়িয়াল পাড়ার গণকবর এলাকায় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র আয়োজনে এদিবস পালন করেন শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক অঙ্গ সংগঠন।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কারাগারে গণহত্যায় শহীদ হওয়া ধৈর্য ধর দেবনাথ পুত্র, হিমাদ্রি শেখর কেশব সরকারের কাছে দাবী করে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় কারাবন্দি অবস্থায় নির্মমভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন আমার বাবা।

গণহত্যা হওয়া সকল পরিবারের পক্ষ থেকে আমার দাবি মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক আপনাদের পরিবার। গণকবরে শহীদ হওয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিলে তাদের স্বজনরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবে।

স্মরণ সভায়, বরগুনা ১ আসনের সাংসদ কন্যা শুকলা দেবনাথ, বরগুনা বার কাউন্সিলের সদস্য এডভোকেট কাদের , ছাত্রনেতা সাথিক রুবেল, জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মোঃ সবুজ মোল্লা ও জেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর কর্মকার সহ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

শেয়ার