Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে জরিমানা

৩০ মে, ২০২১ ১:০০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে জরিমানা
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ মাছ বাজারে বিক্রির অভিযোগে এক আড়তদাড়কে জরিমানা করা হয়। শনিবার (২৯ মে) বিকালে সদর উপজেলার ভুল্লী বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এক আড়তদারকে জরিমানা করেন।

নিষিদ্ধ ঘোষিত মাছ গোপনে বিক্রি করছে খবর পেয়ে ভুল্লী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সদর উপজেলার কুমারপুর নিবাসী আমির হোসেন (৬৫) নামে আড়তদার গোপনে নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছ বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালত ৫ মন মাছ জব্দ করে এবং আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আড়তদার জরিমানার অর্থ পরিশোধ করেন। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিলি করার নির্দেশ দেন সদর ইউএনও।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আফিকান মাগুর মাছ একটি রাক্ষুসে মাছ। যেখানে এই মাছ চাষ করা হয় সেখানে অন্য কোন মাছ থাকতে পারে না। তাই সরকার এ মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছেন। জব্দকৃত মাছ নষ্ট না করে কয়েকটি এতিমখানায় প্রদান করা হয় বলে জানান ইউএনও।

শেয়ার