কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দেশটির ক্যালি শহরে এ ঘটনা ঘটে। খবর ডন।
এ ঘটনায় দক্ষিণ আমেরিকার এ দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দ্বিতীয় মাসে গড়িয়ে সহিংসতায় রূপ নিল।
কলম্বিয়ায় এক মাস ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক।
শহরটির নিরাপত্তা সচিব কার্লোস রোজাস স্থানীয় ক্যারাকোল রেডিওকে বলেছেন, শুক্রবার সকালের ঘটনায় ১০ জন মারা গেছেন।
পুলিশ জানায়, নিহত ১০ জনের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ হয়েছিলেন।