Top
সর্বশেষ

দপ্তরিকে মিথ্যা অভিযোগে চাকুরিচ্যুত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৩০ মে, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ
দপ্তরিকে মিথ্যা অভিযোগে চাকুরিচ্যুত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের গফরগাঁওয়ে বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রাকিব খানকে পারিবারিক বিরোধে ও মিথ্যা অভিযোগে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার (২৯ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকিবের চাচাতো ভাই ফেরদৌস।

এসময় তিনি বলেন, বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক ও দপ্তরি চাচাতো ভাই-বোন। তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ২৭ মে স্কুল পরিস্কার করতে বলায় শিক্ষিকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগে থানায় মামলা করেছে যা সম্পূর্ণ মিথ্যা। সম্পূর্ণ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার তদন্ত না করে কর্তৃপক্ষ রাকিব খানকে চাকুরিচ্যুত করেছেন।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিচার করে রাকিবকে চাকুরিতে পুর্ণবহালের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ভাই শফিকুল ইসলাম, নাদিম ও সিরাজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।

শেয়ার