জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যোগ্য শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) দুপুর ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।
মানবন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগের দাবিকে প্রাণের দাবি বলে উল্লেখ করে বলেন, আমাদের নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে উপাচার্য হলে তারা আমাদের কষ্ট বুঝতে পারবেন এবং আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। আমরা ভাড়াটিয়া উপাচার্য চাই না।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী সাইদ বলেন, যারা আমাদের ক্লাস করান, আমাদের যারা আদর করেন, আমাদের যারা শাসন করেন তাদেরকে আমরা উপাচার্য হিসেবে দেখতে চাই।