Top

তিন সন্তান নিতে পারবেন চীনা দম্পতিরা

৩১ মে, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
তিন সন্তান নিতে পারবেন চীনা দম্পতিরা
ডয়চে ভেলে :

চীনের দম্পতিরা এখন থেকে তিনটি পর্যন্ত সন্তান নিতে পারবেন৷ সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে চীন সরকার৷

বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটিতে জন্মহার কমে যাওয়া এবং বয়স্ক মানুষ বেড়ে যাওয়ায় আগের দুই সন্তান নীতিতে পরিবর্তন আনলো দেশটি৷ ২০১৬ সালে দুই সন্তান নীতির ঘোষণা দিয়েছিলো চীন৷ এর আগে পর্যন্ত চার দশক ধরে তাদের পরিবার পরিকল্পনা নীতি ছিলো এক সন্তানের৷ কিন্তু দেশটিতে দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং অর্থনীতিতে এর প্রভাব পড়ায় নতুন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো তারা৷

২০১৬ সালে দুই সন্তান নীতি প্রবর্তনের পরও সন্তান লালন পালনে ব্যাপক খরচের কারণে সন্তান জন্মের হার তেমন একটা বাড়েনি৷

চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সোমবারের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই বৈঠকের নেতৃত্ব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং৷ চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সন্তান নেয়ার জন্য বেশকিছু সাহায্যকারী কর্মসূচি নেয়া হয়েছে, যাতে দেশের জন কাঠামোতে বয়স্ক মানুষের সংখ্যার সাথে একটা ভারসাম্য আনা যায়৷

নতুন এই নীতিতে তিন সন্তান হলে ওই পরিবারের সন্তানদের শিক্ষার খরচ কমানো, পরিবারের ট্যাক্স কমানো, আবাসন সহায়তা, চাকুরিজীবী মায়েদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা আছে৷ এছাড়া তরুণ প্রজন্মকে বিয়ে এবং ভালোবাসার শিক্ষা দেয়ার পরিকল্পনা করছে সরকার৷

দেশটিতে ২০২০ সালে নারীদের প্রজননের হার ১ দশমিক ৩ ছিলো৷ সিনহুয়ার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি জরিপে জানতে চাওয়া হয়েছিলো ‘তিন সন্তান নীতির জন্য তোমরা প্রস্তুত?’ ৩১ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ২৯ হাজার জানিয়েছিলো তারা এটা নিয়ে ভাবছে না৷

পরে অবশ্য ওই জরিপের পোস্ট মুছে ফেলা হয়৷ তবে অংশগ্রহণকারীদের মধ্যে একজন লিখেছিলেন, ‘‘আমি অবশ্যই তিন সন্তান নিবো, যদি সরকার আমাকে ৫০ লাখ ইউয়ান (৭ লাখ ৮৫ হাজার ৬৫০ মার্কিন ডলার) দেয়৷” তিন সন্তান নীতি ঘোষণার পর শেয়ারবাজারে জন্ম এবং প্রজননের সাথে জড়িত কোম্পানিগুলোর দাম বেড়েছে৷ এ মাসের শুরুতে এক শুমারিতে দেখা গেছে, ৫০ এর দশকের পর গত এক দশকে চীনে জন্মহারের গতি ছিলো সবচেয়ে ধীর৷

চীনের পলিটব্যুরো আজকের সভায় এও জানিয়েছে, তারা অবসরের বয়স বাড়াবে৷ তবে বয়সটা কত সে বিষয়ে বিস্তারিত জানায়নি৷ গত বছরের শেষে সরকারি নোটিশের মাধ্যমে জানানো হয়েছিলো কারো তিন সন্তান হলে তাকে ১ লাখ ৩০ হাজার ইউয়ান (২০ হাজার ৪৪০ মার্কিন ডলার) জরিমানা গুণতে হবে৷

শেয়ার