Top

ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

০৭ জুন, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ
ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরে ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ’২০২১। রোববার (৬ ই জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, ভূমি অফিস নিয়ে যেই অসাধু চক্র দুর্নাম ছড়ায় তাদের অপতৎপরতা কমে যাবে জমি রেজিষ্ট্রেশন ও মিউটেশন সেবা ডিজিটালাইজড হলে। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। অচিরেই ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটালাইজেশন হবে।

তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয় দু’শ পঞ্চাশ বছরেরও পুরনো। তাই এখানে যারা চাকরি করেন তাদের খেয়াল রাখতে হবে যাতে তারা এই কার্যালয়ের মর্যাদা রাখতে পারেন।

জেলা প্রশাসক অতুল সরকার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন কর্মরতদের সে নির্দেশনা দেন। তিনি বলেন, যদি একান্ত প্রয়োজনে কাউকে বাইরে যেতেই হয়, তাহলে তিনি অফিসে তার বাইরে যাওয়ার কারণ লিখে যাবেন। তাতে আপনাদের সাথে জনগণের ভুল বোঝাবুঝি হবে না।

সভায় ভূমি সেবা সপ্তাহের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে এবার আমরা এই ভূমি সেবা সপ্তাহ পালন করছি। আমাদের সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনগণকে সেবা দেয়াই আমাদের কাজ। এখন থেকে ভূমি রেজিষ্ট্রেশন, মিউটেশন, কর প্রদানসহ নানাবিধ সুবিধা মিলবে।

সভা সঞ্চালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা। আর ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন।

সভায় মাঠ কর্মীদের মধ্যে বক্তব্য দেন চরমাধবদিয়া ইউনিয়নেরভূমি সহকারী আফসানা জামান ও খলিলপুর ইউনিয়নের ভূমি সহকারী মোঃ. আবুল কালাম আজাদ।

পরে বেলুন উড়িয়ে ভূমি সেবা ২০২১ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় সভায় উপস্থিত অন্যান্যদের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায় উপস্থিত ছিলেন।

শেয়ার