করোনাভাইরাস প্রতিরোধে টিকা প্রদানে এখনো পিছিয়ে গরীবদেশগুলো। তাদের সহায়তা করার অঙ্গীকার করেছে ধনী দেশগুলো। এদিকে ইউনিসেফ সতর্ক করে বলেছে, গরীব দেশগুলোকে করোনা টিকা একসঙ্গে না দিয়ে ধাপে ধাপে করোনা টিকা সরবরাহ করতে।
ইউনিসেফের দাবি, গরীব দেশগুলোকে একসঙ্গে অনেকগুলো করোনা টিকার ডোজ দিলে বহু করোনা টিকার ডোজ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। কারণ একসঙ্গে এত টিকা প্রয়োগের সামর্থ্য গরীব দেশগুলোর নেই। তাই ধাপে ধাপে করোনা টিকা পাঠালে বেশি সুফল পাবে গরীব দেশগুলো।
আজ মঙ্গলবার (০৮ জুন) বিবিসি অনলাইন এ প্রতিবেদন প্রকাশ করেছে। ইউনিসেফের এই আবেদনে সমর্থন জানিয়েছেন অ্যান্ডি মারে, অলিভিয়া কোলম্যান, প্রিয়াঙ্কা চোপড়া, বিলি আইলিশ, ডেভিড বেকহামসহ অনেক তারকা।
তারা একটি চিঠিতে জি-৭ ভুক্ত ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, করোনা টিকার ২০ শতাংশ আগস্টের মধ্যে দান করার জন্য।