Top
সর্বশেষ

ইবতেদায়ি শিক্ষকদের ৩ মাসের অনুদানের অর্থ ছাড়

২১ অক্টোবর, ২০২০ ১০:১০ অপরাহ্ণ
ইবতেদায়ি শিক্ষকদের ৩ মাসের অনুদানের অর্থ ছাড়

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জুলাই থেকে সেপ্টেম্বর (২০২০) পর্যন্ত মোট তিন মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মাদরাসা অধিদফতরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জুলাই থেকে সেপ্টেম্বরের বেতন বাবদ চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষকরা ২৬ অক্টোবর পর্যন্ত টাকা তুলতে পারবেন।

বলা হয়েছে, অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অনুদানের চেক পাঠানো হয়েছে।

এদিকে করোনা পরিস্থিতির কারণে গত চার মাস ধরে সরকারি অনুদান পাননি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা। মাসিক প্রধান শিক্ষকদের ৩ হাজার ও সহকারী শিক্ষকদের ২ হাজার ৫০০ টাকা সরকারি অনুদান দেয়া হয়। গত চার মাস ধরে সে অর্থ না পাওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বর্তমানে তিন মাসের টাকা একত্রে ব্যাংকে পাঠানো হয়েছে।

শেয়ার