Top

দেবের সঙ্গে দুবাইয়ে ১৫ দিন কাটাবেন মিতু

২১ অক্টোবর, ২০২০ ১১:১৮ অপরাহ্ণ
দেবের সঙ্গে দুবাইয়ে ১৫ দিন কাটাবেন মিতু

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু বাংলাদেশের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের ‘মিশন সিক্সটিন’ সিনেমায় তার অভিনয়ের কথা শোনা যায়, কিন্তু সর্বশেষ তা আর হয়ে ওঠেনি। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ঘোষণা দেয়, ‘কমান্ডো’ নামে নতুন সিনেমা নির্মাণ করছে তারা। আর এতে দেবের বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু। করোনার আগে কলকাতায় সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণের কাজ হয়। তারপর করোনার কারণে থেমে যায় শুটিংয়ের কাজ।

দীর্ঘদিন অপেক্ষার পর সিনেমাটির শুটিং নভেম্বরের শুরুতে শুরু হতে যাচ্ছে। তবে দেশে নয়, দুবাইয়ে টানা ১৫ দিন দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১ নভেম্বর ঢাকা ছাড়বেন জাহারা মিতু, একই দিনে ইন্ডিয়া থেকে দুবাই যাবেন দেব। রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন চিত্রনায়ক শান্ত খান।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন জাহারা মিতু। গত বছর জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে ওই সিনেমার কাজ আটকে আছে।

 

শেয়ার