Top

ঠাকুরগাঁওয়ে আরও ৪৯ জনের করোনা শনাক্ত

১৩ জুন, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে আরও ৪৯ জনের করোনা শনাক্ত
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর শনিবার সবচেয়ে বেশি ৪৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। মোট ১৫০ টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩২ দশমিক ৬৭ শতাংশ।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ১২ জুন রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় শনিবার নতুন ৪৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

পীরগঞ্জের একজন করোনা সংক্রমিত রোগী (৯৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন জানান, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৯১৫ জন, যাদের মধ্যে ১৫৯৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ৩১৯ জন রোগী প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত মোট মৃত্যু ৪৯ জন।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, এই জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার