Top

ছেলের শিয়াল মারা ফাঁদে পিতার মর্মান্তিক মৃত্যু

১৩ জুন, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
ছেলের শিয়াল মারা ফাঁদে পিতার মর্মান্তিক মৃত্যু
রাজশাহী প্রতিনিধি :

মারতে চেয়েছিলেন শিয়াল। ভাগ্যের নির্মাম পরিহাস সেই শিয়াল মারা ফাঁদে মর্মান্তিক মৃত্যু হল হোসেন আলী সরকার (৬০) নামের বৃদ্ধ পিতার। শিয়াল মারা ফাঁদে পড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল পিতা। মৃত্যুর আগে জীবিত অবস্থায় কেউ দেখতেও পেল না তাকে। পথচারীর দেয়া খবরে ছুটে গেলেন সবাই।

ঘটনাস্থলে গিয়ে দেখলেন মাটিতে পড়ে আছে পিতার নিথর দেহ। মুহুর্তেই কান্নায় ভারি হয়ে উঠে বাতাস। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারায়। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামে। ছেলে রেজাউল করিমের মুরগীর ফার্ম দেখাশোনা করতেন হোসেন আলী।

রোববার (১৩ জুন) ভোরে ফজরের আজান হলে প্রতি দিনের মতো মসজিদে নামাজের উদ্দেশ্যে যান তিনি। নামাজ শেষে ভোরে আবারও রেজাউলের মুরগীর ফার্মের দিকে রওনা হন। মুরগীর ফার্মের দিকে আসার পথে সামনে পড়ে হোসেন আলী সরকারের বড় ছেলে আমিন এর মুরগীর ফার্ম। আমিনের মুরগীর ফার্মে শিয়াল মারার জন্য বিদ্যুতের লাইনের সাথে সংযোগ দিয়ে ফার্মের চারি পাশে পাতা ছিল জিআই তারে শিয়াল মারা ফাঁদ। এদিকে ওই ফাঁদের নিকটে আমের গাছ থেকে একটি আম পড়ে ছিল। সেই আম তুলে নিতে গিয়ে শিয়াল মারা ফাঁদে আটকে পড়েন হোসেন আলী সরকার। সেখানেই ঘটে তার মর্মান্তিক মৃত্যু।

আমিনের সেই ফার্মের পাশেই রয়েছে একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে ভোরে একটি মহিলা হাটছিলেন। হাটার সময় হোসেন আলীকে দেখতে পায়। পরে তার বাড়িতে খবর দেয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসেন পরিবারের লোকজন। প্রথমে স্থানীয় চিকিৎসককে নিয়ে আসলে তিনি মৃত বলে ঘোষণা করেন। তাতেও নিশ্চিত না হয়ে হোসেন আলী সরকারকে ভবানীগঞ্জের একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যান। সেখানেও একই কথা বলেন চিকিৎসক। পরে বাড়িতে নিয়ে জানাযার ব্যবস্থা করেন।

এটা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে হোসেন আলী সরকারকে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে। গোপন করা হয়েছে শিয়াল মারা ফাঁদ। এলাকাবাসীর প্রশ্ন মুরগীর ফার্মের চারিপাশে কেন বিদ্যুতের লাইন দিতে হবে। এতে তার পিতা না পড়ে অন্যকেউতো পড়তে পারতো।

পল্লী বিদ্যুতের বাগমারা জোনাল অফিসের ডিজিএম মিনারুল ইসলাম বলেন, কেউ যদি বিদ্যুতের তার অরক্ষিত রেখে কোন অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই বিদ্যুতের অবচয় করা যাবে না। বিদ্যুতের অবচয় করা আইনত দন্ডণীয় অপরাধ।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ার