Top

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি

২৬ অক্টোবর, ২০২০ ১০:৫২ পূর্বাহ্ণ
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি
আরও অবনতি হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার। প্রস্টেট ক্যান্সার, সুগার আর হাইপার টেনশনের মতো একাধিক কো-মোর্বিডিটি রয়েছে অভিনেতার। সেটাই শ্বাসযন্ত্র ও মস্তিষ্ক পর্যন্ত প্রভাব ফেলেছে।

সৌমিত্র চট্টোপাধ্যায় ২ সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তার শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কমে গিয়েছে। প্লাটিলেটের সংখ্যাও অত্যন্ত কম। বেড়ে গিয়েছে ইউরিয়ার পরিমাণ।

হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, তার রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তাকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম।

শেয়ার