চলমান মহামারি পরিস্থিতিতে ব্যাংকঋণ পরিশোধে আরো সময় চেয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছে সংগঠন দুটি। চিঠিতে ঋণ পরিশোধ না করলেও যাতে খেলাপি না করা হয়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই সুবিধা চালু রাখার অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান ও বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশের রফতানি আয়ের সিংহভাগ অর্জিত হচ্ছে তৈরি পোশাক খাত থেকে। সরকার এ খাতের উন্নয়ন, বিকাশ ও প্রবৃদ্ধি অব্যাহত রাখার ক্ষেত্রে সর্বদাই সহানুভূতিশীল ও ইতিবাচক মনোভাব পোষণ করে।
এছাড়া বর্তমানে করোনাভাইরাস অতিমারীর সময় সরকার তৈরি পোশাক ও বস্ত্র খাতকে আর্থিক ও নীতিসহায়তা প্রদান করে এ খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করেছে।