Top
সর্বশেষ

আমার টাকার উদ্বোধন আজ

২৭ অক্টোবর, ২০২০ ১০:১১ পূর্বাহ্ণ
আমার টাকার উদ্বোধন আজ

দেশে পারসোনাল ফাইন্যান্স বিষয়ক প্রথম অনলাইন পোর্টাল আমার টাকা’র যাত্রা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর মিলনায়তনে ভিন্নমাত্রার এই পোর্টালটির উদ্বোধন করা হবে।

পোর্টালটি সঞ্চয়, বিনিয়োগ, ব্যাংকিং, বীমা, আবাসান, আয়কর ও কেনাকাটা সংক্রান্ত বিষয়ে তথ্যপূর্ণ ফিচার প্রকাশ করবে। থাকবে এসব বিষয়ের উপর গুরুত্বপূর্ণ নানা টিপস।

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল অর্থসূচকের সহযোগী প্রতিষ্ঠান আমার টাকা এর উদ্বোধন করবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়াম্যান ড. মো. মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ ইনিস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।

পোর্টালটি উদ্বোধনের আগে একটি ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে ‘প্রোডাক্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ফর ম্যানেজিং পারসোনাল ফাইন্যান্স’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন সিএফএ সোসাইটি বাংলাদেশ এর সাবেক প্রেসিডেন্ট শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমার টাকার সম্পাদক জিয়াউর রহমান। ।

শেয়ার