Top
সর্বশেষ

শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

২৫ জুন, ২০২১ ১২:০১ অপরাহ্ণ
শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নেয় মরগান বাহিনী। প্রথম টি-টোয়েন্টি তারা জিতেছিল ৮ উইকেটে।

সোফিয়া গার্ডেনে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান তোলে। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান তোলার পর বৃষ্টি নামে। এরপর বৃষ্টি আইনে ইংল্যান্ডের নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮ ওভারে ১০৮ রান। সেটা তারা ১৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে। ৩৬ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংল্যান্ডের জয়ে অবদান রাখেন স্যাম বিলিং ও লিয়াম লিভিংস্টন।

লিভিংস্টনের সঙ্গে পঞ্চম উইকেটে স্যাম বিলিংস ৫৪ রানের জুটি গড়ে আউট হন। ২৯ বলে ২ চারে ২৪ রান করে যান তিনি। আর ভিলিংস্টন ২৬ বলে ১ ছক্কায় অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ৮ বলে ১ চার ও ১ ছক্কায় ১৬ রানে অপরাজিত থাকেন স্যাম কারান।

বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি উইকেট নেন।

তার আগে শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন কুশাল মেন্ডিস। ২১ রান করেন অধিনায়ক কুশাল পেরেরা। আর অপরাজিত ১৯টি রান আসে উসুরু উদানার ব্যাট থেকে। বল হাতে ইংল্যান্ডের মার্ক উড ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন ইংল্যান্ডের লিয়াম ভিলিংস্টন।

শেয়ার