Top

খুলনায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু

২৫ জুন, ২০২১ ২:০৪ অপরাহ্ণ
খুলনায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু

শুক্রবার (২৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা নিশ্চিত করে জানান, খুলনা বিভাগে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই প্রকোপ বাড়ছে। অদৃশ্য এই ভাইরাসে শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। একদিনে এক হাজার ৩২২ জন শনাক্ত হয়েছেন। গত ১৮ জুন এ রেকর্ড ছিল এক হাজার ৩৩ ও মৃত্যু ছিল ৮ জন। আর গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে, ২৩ জুন ৩২ জনের মৃত্যু ও শনাক্ত ছিল ৯০৩ জন, ২০ জুন ২৮ জনের মৃত্যু ও ৭৬৩ জন শনাক্ত, ১৭ জুন বিভাগে ১৮ জনের মৃত্যু ও ৭৬৫ জন শনাক্ত, ১৬ জুন শনাক্ত হন ৮১৮ জন ও ১০ জন, ১৫ জুন শনাক্ত ছিল ৮০০ জন ও মৃত্যু ১৩ জন, ১৪ জুন শনাক্ত ছিল ৬১৪ জন মৃত্যু ৭ জন,১৩ জুন শনাক্ত ছিল ৬০৬ জন ও মৃত্যু ৮ জন এবং ১২ জুন শনাক্ত ছিল ৩১৯ জন ও মৃত্যু ১০ জন।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় ৫ জন, কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭ জন, বাগেরহাটে ১ জন, যশোরে ৫ জন, ঝিনাইদহে ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন, সাতক্ষীরায় ১ জন ও মেহেরপুরে ১ জন মারা গেছেন।

শেয়ার