Top

এ বছরে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান!

২৮ জুন, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
এ বছরে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান!
  • অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে মত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের

ফরহাদ বিন নূর: করোনাভাইরাসে গত দেড় বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায়-দফায় বাড়ানো হয়েছে ছুটি। শিক্ষামন্ত্রী বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আশা জাগালেও অতিমারি করোনার ঊর্ধমুখী সংক্রমণ সে আশায় প্রতিবারই বসিয়েছে থাবা। করোনার ঊর্ধমুখী সংক্রমণ এখন তো শহর থেকে পৌঁছে গেছে গ্রামে-গ্রামে। এ পরিস্থিতি সহজে স্বাভাবিক হবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করার পরে খোলা হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। কিন্তু সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত করা যে দীর্ঘ সময়ের ব্যাপার! এ সব বিষয় সামনে রেখে চলতি বছরে আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না অনেকেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র মতে, এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৮ কোটি ১২ লাখ ৬০ হাজার ৩৭১ জন এবং মোট মারা গেছেন প্রায় ৪০ লাখ মানুষ। আর বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন, যারমধ্যে মৃত্যু ঘটেছে ১৪ হাজার ৫৩ জন মানুষের।

গত ২৪ জুন (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে বাংলাদেশকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপানসহ আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার মোট ৬৯ টি দেশ।

সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের অবিশ্বাস্য ঊর্ধ্বগতি হয়েছে। দেশে মোট ৬৪ জেলার ৫৯টিই অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাকশন (সিআরআইডিএ)।

সংক্রমণ বাড়তে থাকায় ও করোনাভাইরাসের ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে অবস্থা বেগতিক দেখে ইতোমধ্যে সারা দেশে নতুন করে ন্যূনতম ১৪ দিনের ‘শাটডাউন’ সুপারিশ করেছে করোনায় গঠিত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি।

এমন ভয়াবহ পরিস্থিতিতে আগামী দিনগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ও শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত না করা পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা উচিৎ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত কোনো ভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ঠিক হবে না। দেশে এখন করোনার যে ভয়াবহ অবস্থা তা এতো সহজেই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।’

তিনি বলেন, ‘দেশের এমন পরিস্থিতিতে সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসাও সময়ের ব্যাপার। সবাইকে ভ্যাকসিন দেয়ার পরে আবার ১৪দিন অপেক্ষা করতে হবে। আমি মনে করি চলমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলাই ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু দেশের করোনা পরিস্থিতি এতো সহজে স্বাভাবিক হচ্ছেনা এবং সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা এ মুহুর্তে সম্ভব হচ্ছে না তাই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া উচিৎ।’

শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু করলে কতদিনের মধ্যে সবাইকে তা দেয়া সম্ভব হবে জানতে চাইলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান উপদেষ্টা ডা. মো. মুশতাক হোসেন বলেন, ‘যদি টিকা পাওয়া যায় তাহলে ৬ মাসের মধ্যে সব শিক্ষার্থীকে টিকা দেয়া সম্ভব।’ তবে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না- সে কথা না বলে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য কী কী করা যায় সেগুলো করতে হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আসলেই ঝুঁকিপূর্ণ! শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারের তো কোন ইচ্ছাই নাই দেখছি। তারা পরীক্ষা নিতে পারছে, আবার বলছে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। এটা কি পাগলের মতো কথা না?’

তিনি আরও বলেন, ‘সরকার সঠিক উদ্যোগ নিয়ে টিকা দেয়া শুরু করলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের মাঝে ৬০ দিনের মধ্যে টিকা দেয়া সম্ভব। সরকার ভুল পথে চলছে। তারা কার্যকর কোনো সিদ্ধান্তে আসতে পারতেছে না। সরকার যে পথে হাটছে তাতে তো মনে হয় না এ বছর আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে।’

এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান চলমান পরিস্থিতি বিশ্লেষণ করে বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘এ পরিস্থিতিতে কোনো ভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রমণের হার একবারেই যখন কমবে তখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। তার আগে কোনো ভাবেই না।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আমার মন কাঁদে! গত দেড় বছরে তাদের যে ক্ষতি হয়েছে সেটা তো অপূরণীয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের ফিজিক্যালি পরীক্ষা নিতে চেয়েছিলাম কিন্তু সে পরীক্ষা আমাদেরকে স্থগিত করতে হয়েছে করোনার ঊর্ধমূখী সংক্রমণের কারণে।’

তিনি আরও বলেন, ‘করোনার কারণে তো আর শিক্ষাকার্যক্রম বন্ধ রাখা যেতে পারে না। তাই অনলাইনেই সমস্ত ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষাকার্যক্রম চালিয়ে যেতে হবে।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘দেখুন আমরা তো কেউ কিছু জানি না কবে করোনা দূর হবে। করোনা যে আরও কতদিন থাকবে সে বিষয়টা আমাদের জানা নেই। এমন কি ভ্যাকসিন দেয়া না দেয়া নিয়ে যে আন্তর্জাতিক পলিটিক্স চলছে তাতে তো মনে হয় না শিক্ষার্থীদের সবাইকে এ এক্ষুণি ভ্যাকসিনের আওতায় আওতায় আনা যাবে। তাই চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে কিনা আল্লাহই ভালো জানেন।’

তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে অনলাইনেই শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হবে। সরকার তো শিক্ষকদেরকে ডিভাইস দিয়েছে, স্বল্পমূল্যে ইন্টারনেট দিয়েছে যাতে তারা অনলাইনে ক্লাস নিতে পারেন।’

ড. দিল আফরোজা বেগম মহামারি থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মানার প্রতি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ছাত্র-শিক্ষকসহ প্রত্যেক সাধারণ মানুষকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। গণসচেতনতায় গণবিপ্লব আনতে হবে। এ জন্য গণমাধ্যমের আরও তৎপর ভূমিকা প্রত্যাশা করি।’

দেশের চলমান পরিস্থিতিতে চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে কিনা নাকি অনলাইনেই শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া হবে, জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘আমরা তো মাঝে-মধ্যেই আপনাদেরকে (সাংবাদিকদেরকে) নিয়ে বসি। আমরা সামগ্রিকভাবে শিগগির আপনাদেরকে নিয়ে বসবো এবং আপনাদেরকে জানাবো।’

শেয়ার