আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশে করোনার ভ্যাকসিনের একটি বড় চালান আসবে। সোমবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কথা বলেন।
তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের দেশে ভ্যাকসিনের একটি বড় চালান আসবে। ফলে আমরা দেশের অনেক মানুষের মাঝে এই ভ্যাকসিন দিতে পারবো। আমাদের মন্ত্রী বলেছেন, যারা বিদেশে যাবেন তাদের আগে ভ্যাকসিন দিতে। কারণ তারা আমাদের দেশে রেমিট্যান্স আনে। তাই তাদের সুরক্ষার দায়িত্ব আমাদের।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীসহ আরও অনেকে।