দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র (এফবিসিসিআই) সঙ্গে মতবিনিময় করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা।
মতিঝিলের এফবিসিসিআই ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উভয় সংগঠনের শীর্ষ নেতারা দেশের বর্তমান করোনা পরিস্থিতিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
রিহ্যাব প্রেসিডেন্ট আবাসন খাতের বর্তমান পরিস্থিতি এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিনকে অবহিত করেন। নির্মাণ সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে নীতি সহায়তা চান রিহ্যাব প্রেসিডেন্ট। এফবিসিসিআই এর সভাপতি এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ রিহ্যাব এর অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।