Top
সর্বশেষ

রেকিট বেনকিজারের ৩৪ শতাংশ মুনাফা বেড়েছে

৩০ অক্টোবর, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ
রেকিট বেনকিজারের ৩৪ শতাংশ মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে ওষুধ ও রসায়নখাতে তালিকাভুক্ত রেকিট বেনকিজারের চলতি হিসাব বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯১.৪৪ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬৭.৯৬ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ২৩.৪৮ টাকা বা ৩৪ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত) রেকিট বেনকিজারের ইপিএস হয়েছে ৩৩.৯৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩০.৬৮ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা ৩.২৫ টাকা বা ১১ শতাংশ বেড়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৯.০৮ টাকা।

শেয়ার