সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ব্যাপক হারে গম আমদানি বেড়েছে।চলতি মাসে শেষ হতে চলা ২০২০-২১ অর্থবছরে এ বন্দর দিয়ে প্রায় দেড় লাখ টন গম আমদানি করা হয়েছে। আমদানীকৃত এসব গমের বাজারমূল্য ৪০০ কোটি ৯৭ লাখ টাকা। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, অন্য যেকোনো সময়ের তুলনায় দেশীয় বাজারে কৃষিপণ্যটির চাহিদা বেশি। ফলে আগের অর্থবছরের তুলনায় আমদানি দুই হাজার গুণেরও বেশি বেড়েছে।
এ ব্যাপারে ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত সিনিয়র রাজস্ব আকবার আলী জানান, ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে এ বন্দর দিয়ে গম আমদানি হয়েছে ১ লাখ ৪৮ হাজার ২৬৭ টন। ২০১৯-২০ অর্থবছরের একই সময় বন্দর দিয়ে গম আমদানি হয়েছিল মাত্র ৬৫ টন। ১৪ লাখ টাকায় এসব গম আমদানি করা হয়। গত অর্থবছর কভিডজনিত লকডাউন ও বিধিনিষেধের কারণে আমদানি কমে গিয়েছিল। তবে এ বছর বিধিনিষেধ শিথিল হওয়ায় আমদানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বিপি/ভিএস