সময় ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু, ভেন্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে আইসিসির ঘোষণার আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিলেন, সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ভারতীয় সংবাদ সংস্থাকে গতকাল সোমবার খবরটি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি বলেন, ‘আমরা টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিচ্ছি এবং দ্রুত তা আইসিসিকে জানিয়ে দেওয়া হবে তা। সূচি পরে করা হবে। এখনও সূচি নিয়ে পুরো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই তা জানানো হবে।’
এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোও একই খবর জানিয়েছে। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, ভারতের বদলে আরব আমিরাতেই হচ্ছে বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ১৪ নভেম্বর। তবে, আরব আমিরাতে হলেও আয়োজকের ভূমিকায় থাকবে ভারতই।