Top

২০২১-২২ অর্থবছরে ৫০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্য

২৯ জুন, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
২০২১-২২ অর্থবছরে ৫০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্য

আগামী ২০২১-২২ অর্থবছরে পণ্য রফতানির প্রবৃদ্ধি হতে পারে ১১ শতাংশ। এ হিসাবে ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলারের (৪ হাজার ২৬১ কোটি) পণ্য রফতানি হতে পারে। আর সেবা খাতের রফতানি প্রবৃদ্ধি হতে পারে ১৪ শতাংশ। এ হিসাবে ৭ দশমিক ৪ বিলিয়ন (৭৪০ কোটি) ডলারের সেবা রফতানি হতে পারে বাংলাদেশ থেকে। পণ্য ও সেবা মিলিয়ে প্রায় ৫০ বিলিয়ন ডলারের রফতানি হতে পারে আগামী অর্থবছর।

সম্প্রতি রফতানির প্রাথমিক লক্ষ্যমাত্র নিয়ে খাতসংশ্লিষ্টদের সঙ্গে সভা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় উপস্থাপিত মতামতের ভিত্তিতে দ্রুতই চূড়ান্ত হবে আগামী অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা। ২২ জুন অনুষ্ঠিত আগামী অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ সভার আলোচনায় বেশকিছু বিষয় আমলে নেয়া হয়েছে। এর মধ্যে আছে বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস ও কভিড পরিস্থিতি, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য প্রতিবেদন, সম্ভাবনাময় রফতানি পণ্য ও সেবা, বাজার সম্প্রসারণ ও পণ্য বৈচিত্র্যকরণের সফলতা এবং সরকারের ব্যবসা সহায়ক ভূমিকা।

শেয়ার