Top
সর্বশেষ

এবি ব্যাংকের ৬১ শতাংশ মুনাফা বেড়েছে

০১ নভেম্বর, ২০২০ ৯:৫৯ পূর্বাহ্ণ
এবি ব্যাংকের ৬১ শতাংশ  মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এবি ব্যাংকের চলতি বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৬১ শতাংশ বেড়েছে।

শনিবার (৩১ অক্টোবর) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৮ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস ০.১১ টাকা বা ৬১ শতাংশ বেড়েছে।

এদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০৩ টাকা। সে হিসেবে ইপিএস বেড়েছে ০.০৮ টাকা বা ২৬৭ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.০৬ টাকায়।

শেয়ার