নিউ জিল্যান্ডের পেসার সাউদি চ্যাম্পিয়নশিপের ফাইনালের জার্সি নিলামে তুলছেন। নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ৮ বছর বয়সী শিশুর চিকিৎসায়। তার ওই জার্সিতে ফাইনাল জেতা সব খেলোয়াড়ের অটোগ্রাফ রয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) নিজের ইনস্টাগ্রামে জার্সি নিলামে তোলার ঘোষণা দেন দ্রুতগতির বোলার। নিলাম থেকে পাওয়া সব অর্থ ওই শিশুর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ক্যান্সারে আক্রান্ত শিশুটির নাম হলি বেয়াটি। ২০১৮ সাল থেকে মরণব্যাধি ক্যান্সার নিউরোব্লাস্টোমায় আক্রান্ত। ক্রিকেট কমিউনিটির কাছে সাহায্যের আবেদন করেছিল বেয়াটি পরিবার। সেই খবর শোনার পর হাত বাড়ালেন সাউদি।
ইনস্টাগ্রামে সাউদি লিখেন, ‘আমি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। নিলাম থেকে পাওয়া অর্থ ক্যান্সারে আক্রান্ত শিশুর চিকিৎসায় ব্যয় হবে। বেয়াটির পরিবার পুরো বিষয়টি দেখভাল করবে। আমার পরিবার তার বিষয়টি ক্রিকেট কমিউনিটি থেকে শুনেছিল। আমি সব সময় তার খোঁজ খবর রেখেছি। তার শক্তি ও ভাবনা খুব কাছ থেকে দেখেছি। আশা করছি এ জার্সি কিছুটা হলেও বেয়াটির পরিবারকে সাহায্য করতে পারবে। আশা করছি হলিও নিজের যুদ্ধটা আর লড়তে পারবে। একজন বাবা হয়ে তাদের যুদ্ধটাকে কাছ থেকে দেখেছি। তাই হৃদয় পুড়ছে।’
ভারতকে ৮ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতে নিউ জিল্যান্ড। ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন সাউদি।