Top
সর্বশেষ

মানিকগঞ্জে ‘স্বপ্ন’র আউটলেট চালু

০১ নভেম্বর, ২০২০ ১০:৩৪ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে ‘স্বপ্ন’র আউটলেট চালু

মানিকগঞ্জে দেশের বৃহত্তম সুপারশপ স্বপ্ন’র নতুন আউটলেট চালু হয়েছে। শহরের শহীদ রফিক সড়কের চাঁদনি রয়েল টাওয়ারে এই আউটলেট উদ্বোধন করা হয়েছে। এর ফলে মানিকগঞ্জের মানুষ মানসম্মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন আরও সহজে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এই আউটলেটের উদ্বোধনকালে স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভলপমেন্ট মোহাম্মদ রাজীবুল হাসান, স্থানীয় ব্যবসায়ী এবং চাঁদনি রয়েল টাওয়ারের প্রোপাইটার আজিজা সিদ্দিকী চাঁদনি, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল বাশারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্বপ্নের রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য এ শহরের মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ ও মূল্যায়ন আশা করবো। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।

২০০৮ সালে ব্যবসায়িক কার্যক্রমের যাত্রা শুরু করে স্বপ্ন। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বর্তমানে স্বপ্ন’র ফ্র্যাঞ্চাইজিসহ ১৪৫টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজি, ফল, ডেইরিসহ নিত্যপ্রয়োজনীয় আরও অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে। উত্তরবঙ্গের বগুড়াসহ বেশ কয়েকটি জায়গায় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি ও মাছ সংগ্রহ করে স্বপ্ন।

পণ্যের গুণগত মান, দাম ও সর্বোত্তম সেবার জন্য স্বপ্ন’র চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়ে চলেছে। এছাড়াও আউটলেটে না যেয়েও ফোনকলের মাধ্যমে বিশেষ হোম ডেলিভারি সেবা দিচ্ছে স্বপ্ন। মানিকগঞ্জ শহরে স্বপ্নের আউটলেটের হোম ডেলিভারি নম্বর ০১৩১৩-০৫৪৮৯২।

শেয়ার