Top
সর্বশেষ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ

০২ জুলাই, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাবে। ভবিষ্যতে হামলা ঠেকাতে দু’দেশ একযোগে কাজ করবে।

হলি আর্টিজান বেকারি হামলার ৫ম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ জুলাই) এক বিবৃতিতে তিনি একথা জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এ বিবৃতিতে তিনি বলেন, হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পঞ্চম বার্ষিকীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সন্ত্রাসবাদের নিন্দা জানায়। একই সঙ্গে ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা ঘটে। সে সময় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ছিলেন ইতালির, ৭ জন জাপানের, একজন ভারতীয় এবং একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

শেয়ার