সকাল থেকে থেমে হওয়া বৃষ্টিতে রাজধানীর তল্লারবাগ, পূর্ব রাজাবাজার,পশ্চিম রাজাবাজারসহ কাজীপাড়ার একাধিক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
রোববার (৪ জুলাই) দুপুরে এসব এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টি না থাকলেও অলি গলি, কাচাবাজার তলিয়েছে দুর্গন্ধযুক্ত পানিতে।
রাজাবাজারের এলাকাবাসীরা জানান, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এতেই হাঁটু পর্যন্ত পানি উঠেছে পূর্ব ও পশ্চিম রাজাবাজার এলাকায়। এতে বাজার ও ব্যক্তিগত কাজে যারা বের হয়েছেন তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, ইন্দিরা রোড, পূর্ব রাজাবাজার ও পশ্চিম রাজাবাজারের বেশিরভাগ রাস্তায় কোমর পানি জমেছে। এতে রিকশা ও গাড়ি চলাচলও ব্যাহত হচ্ছে। একইভাবে পান্থপথ সিগনাল, গ্রিন রোডের বিভিন্ন স্থানে পানি জমতে দেখা গেছে। লুঙ্গি, প্যান্ট তুলে অনেককেই সড়কে চলাচল করতে দেখা যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।
জলাবদ্ধতার কারণে রাস্তার ওপর অনেক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে জলজটের পাশাপাশি যানজটও তৈরি হয় এসব এলাকায়।
সকালে পূর্ব রাজাবাজার মসজিদের সামনে চাকরিজীবী মাহমুদ হাসান রিকশা খুঁজছিলেন ফার্মগেট যাওয়ার জন্য। দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে রিকশা না পেয়ে প্যান্ট গুঁটিয়ে হেটে রওনা দেন তিনি।
মাহমুদ হাসান নামে একজন বলেন, এখানকার পয়ঃনিষ্কাশন অবস্থা খুবই খারাপ এ কারণে সামান্য বৃষ্টিতে পানির নিচে চলে যায় এই এলাকার অলিগলি। বৃষ্টি না হলেও ড্রেনের পানি রাস্তায় উঠে।
জলাবদ্ধতার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগে দিন পার করছেন। এমন অবস্থা ড্রেনের ময়লা পানি উপচে পড়ে বাসাবাড়ির রিজার্ভ ট্যাংকিতে প্রবেশ করছে।
জলাবদ্ধতার ছবি তুলতে গেলে এক নারী জানান, ‘ছবি তুইলা লাভ নাই। বছরের পর বছর কাইটা গেছে জলাবদ্ধতা সারে নাই। এইটারে ভাইরাল কইরা তুলেন। তাতে যদি কাজ হয়।’ এছাড়া কাজীপাড়া, শেওড়াপাড়া একাধিক এলাকার মূল সড়ক ও অলিগলিতে ড্রেনের পানি দেখা গেছে।
লকডাউনের কারণে রোববার রাস্তায় যানবাহনের চলাচল ছিল একেবারেই সীমিত। জরুরি প্রয়োজনে কেউ কেউ রাস্তায় বের হলেও জলাবদ্ধতার কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।