Top
সর্বশেষ

১১ নভেম্বর ওয়ালটনের বোর্ড সভা

০৫ নভেম্বর, ২০২০ ১১:৪৯ অপরাহ্ণ
১১ নভেম্বর ওয়ালটনের বোর্ড সভা

পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ওইদিন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকদের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। আলোচ্য সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ দশমিক ২১ টাকা। আর ডিলুটেড ইপিএস হয়েছে ২৪ দশমিক ১০ টাকা।

কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৯ দশমিক ৯৪ টাকা। আর পুনর্মূল্যায়নসহ এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬৪ দশমিক ৪৮ টাকা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে। আর বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর (বুধবার) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হয়।

শেয়ার