Top
সর্বশেষ

এটলাস রিজার্ভ থেকে লভ্যাংশ দিলো

০৮ নভেম্বর, ২০২০ ৪:১২ অপরাহ্ণ
এটলাস রিজার্ভ থেকে লভ্যাংশ দিলো

রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির রিজার্ভ থেকে এ লভ্যাংশ ঘোষণা করেছে পর্ষদ।

রোববার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১.৩৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩১.০০ টাকা। আগের বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ০.৯৯ টাকা এবং এনএভিপিএস ছিল ১৩৩.০০ টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৩৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারে ১৯৮৮ সালে কোম্পানিটি তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির ৩৯২ কোটি ১২ লাখ টাকা রিজার্ভ আছে।

শেয়ার