Top

ব্যবসা বিক্রি করে মিয়ানমার ছাড়ল টেলিনর

০৮ জুলাই, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
ব্যবসা বিক্রি করে মিয়ানমার ছাড়ল টেলিনর

ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমাতে টেলিযোগাযোগ নেটওয়ার্কের ওপর জান্তা প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার মুখে মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নরওয়েভিত্তিক বহুজাতিক করপোরেশন টেলিনর। টেলিনর তাদের মিয়ানমারের ব্যবসা সাড়ে ১০ কোটি ডলারে লেবানিজ ইনভেস্টমেন্ট ফার্ম এমওয়ান গ্রুপের কাছে বিক্রি করে দিচ্ছে।

এক বিবৃতিতে টেলিনর বলেছে, “পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণেই কোম্পানিকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।”

এক দশক আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি যখন সামরিক শাসনের কবল থেকে গণতন্ত্রের পথে চলা শুরু করল, তখন ঝুঁকি নিয়ে পশ্চিমের হাতেগোনা যে কয়টি কোম্পানি মিয়ানমারে বিনিয়োগ করেছিল, সেগুলোর একটি টেলিনর। নরওয়ের এ কোম্পানি মিয়ানমারে বড় বিদেশি বিনিয়োগকারী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে এ পর্যন্ত ৮৮০ জনের প্রাণ গেছে, গ্রেপ্তার হয়েছে অন্তত ৫ হাজার ২০০ মানুষ।

শেয়ার