Top
সর্বশেষ

লভ্যাংশ ঘোষণা করলো পাওয়ার গ্রিড

০৮ নভেম্বর, ২০২০ ৪:১৬ অপরাহ্ণ
লভ্যাংশ ঘোষণা করলো পাওয়ার গ্রিড

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎখাতে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

রোববার (০৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণের লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০ টাকা ৩৯ পয়সা।

শেয়ার