Top

লকডাউনের ৯ম দিনে যানবাহন ও মানুষের অবাধ চলাচল

০৯ জুলাই, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ
লকডাউনের ৯ম দিনে যানবাহন ও মানুষের অবাধ চলাচল

শুক্রবার (৯ জুলাই) লকডাউনের ৯ম দিনে রাজধানীতে যানবাহন ও মানুষের অবাধ চলাচল চোখে পড়েছে। এছাড়া করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চলছে কঠোর লকডাউন। পুলিশ চেকপোস্ট কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আইন প্রয়োগের কঠোরতার ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। আর জীবিকার তাগিদও মানুষকে অসহিষ্ণু করে বাইরে বের করে আনছে।

এদিন সকাল ৯টা থেকে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি চেকপয়েন্ট এবং আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্রের দেখা মিলেছে। যাত্রাবাড়ীর রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি চেকপোস্ট শুক্রবারও ছিল গত দুদিনের মতো প্রায় নিষ্ক্রিয়।

উল্লিখিত এলাকাগুলো ঘুরে দেখে গেছে, বাস না চললেও সড়কে রিকশা ও ব্যক্তিগত গাড়ির পরিমাণ বেড়েছে। যথারীতি চলছে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপসহ অন‌্যান‌্য পণ‌্যবাহী যানবাহন। আগের দিনগুলোর চেয়ে মানুষের চলাচলও বেশি দেখা গেছে। এদিকে, লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে রাস্তায় কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

করোনার সংক্রমণ রোধে লোকজনদের ঘরে থাকতে বলা হচ্ছে। তা সত্বেও বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ। তারা বলছেন, পেট তো আর করোনা মানে না। উপার্জনের জন্য বাধ্য হয়েই বাইরে বের হতে হচ্ছে।

রায়েরবাগের মহাসড়ক ধরে বিপুল সংখ্যক প্রাইভেটকার, মাইক্রোবাস, রিকশা, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে। মাঝে মাঝে চোখে পড়ছে সিএনজি চালিত অটোরিকশাও। অনেককে ভ্যানে করে গন্তব্যে যেতে দেখা গেছে। মানুষবোঝাই পিকআপ ভ্যানও এই মহাসড়ক ধরে চলতে দেখা গেছে।

শনির আখড়ায় চেকপোস্টে কিছুটা কড়াকড়ি ছিল, তবে গাড়ির সংখ্যা ছিল বেশি। বিধিনিষেধের শুরুর দিকে মহাসড়কের পাশের দোকানপাট বন্ধ থাকলেও শুক্রবার সকাল থেকেই সেগুলো খোলা দেখা গেছে।

ছুটির দিন হওয়ায় শুক্রবার স্থানীয় বাজারগুলোও সরগরম রয়েছে। যাত্রাবাড়ীর মাতুয়াইল, উত্তর রায়েরবাগ, বাগানবাড়ি, গোবিন্দপুর ঘুরে দেখা গেছে, রাস্তা ও বাজারগুলোতে প্রচুর মানুষের ভিড়। বেশিরভাগের মুখেই মাস্ক নেই। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলের দিকে পুলিশের কিছু তৎপরতা দেখা যায়। এছাড়া সারাদিন নির্বিঘ্নেই লোকজন চলাচল করে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

শেয়ার