Top

ফরিদপুরে করোনায় ১৪ মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

০৯ জুলাই, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে করোনায় ১৪ মৃত্যু, নতুন শনাক্ত ২০৮
ফরিদপুর প্রতিনিধি :

গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭১ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ২০৮ জন আর এই সময়ে করোনায় মারা গেছে ১৪ জন। শনাক্তের হার ৫৬.০৪।

ফরিদপুরে সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭১ টি এর মধ্যে শনাক্ত হয়েছে ২০৮। আক্রান্তের হার ৫৬.০৮। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২৮৮ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৮০৭ জন।

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচ এবং উপসর্গ নিয়ে আরো নয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ৩২৮ জন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার , জেলায় লকডাউন বাস্তবায়নের লক্ষে এ পর্যন্ত ১৫ টি মোবাইল কোটে ৮৮২টি মামলা করে জরিমানা করা হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৫শ টাকা।

শেয়ার