Top

অনলাইনে গত ছয় দিনে ২০৬ কোটি টাকার গরু-ছাগল বিক্রি

০৯ জুলাই, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
অনলাইনে গত ছয় দিনে ২০৬ কোটি টাকার গরু-ছাগল বিক্রি

করোনাভাইরাস মহামারির এসময়ে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সশরীরে উপস্থিতি নিরুৎসাহিত করতে অনলাইনে সরকারি-বেসরকারি পর্যায়ে গবাদিপশু বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এতে গত ছয় দিনে অনলাইনে প্রায় ২০৬ কোটি টাকায় ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুলাই) ৭৪১টি অনলাইন বাজারের তথ্যের ভিত্তিতে প্রাণিসম্পদ অধিদপ্তর এ তথ্য জানায়।

২ জুলাই অনলাইনে পশুর হাটের কার্যক্রম শুরুর পর থেকে ৭ জুলাই পর্যন্ত ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে। যা দিনে গড়ে ৪ হাজার ৩৮৪টি পশু বিক্রি হয়েছে। ছয় দিনে ১ লাখ ৪১ হাজার গবাদিপশুর তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে।

জানা গেছে, কোরবানির ঈদ সামনে রেখে দিনে দিনে অনলাইন বাজার চাঙ্গা হয়ে উঠছে। অনলাইন বাজারের মধ্যে সরকারি উদ্যোগ ৫৩০টি এবং বেসরকারি উদ্যোগ ২১১টি পরিচালিত হচ্ছে। তবে ব্যক্তি পর্যায়ে অনলাইনে পশু বিক্রি তথ্য জানা যায়নি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (খামার) জিনাত সুলতানা বলেন, গত বছর ৯৪ লাখ ৫০ হাজারের মতো পশু কোরবানি হয়েছে। এর মধ্যে অনলাইনে পশু বিক্রি হয় প্রায় ৭০ হাজার। এবার এখন পর্যন্ত অনলাইন ২৬ হাজার ৩০৮টি গবাদিপশু বিক্রি হয়েছে। করোনার কারণে অনলাইনে কোরবানির পশু বিক্রি বাড়বে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ছয় দিনে অনলাইনে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি গবাদিপশু বিক্রি হয়েছে। বিভাগটিতে ৫১ হাজার ৬৪৯টি গবাদিপশুর তথ্য অনলাইনে আপলোড করা হয়েছে। তার মধ্যে ১১১ কোটি টাকায় ১৫ হাজার ৭৫টি পশু কেনাবেচা হয়েছে। অনলাইনে কোরবানির পশু বিক্রিতে দ্বিতীয় স্থানে ঢাকা, তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী বিভাগ

শেয়ার