Top
সর্বশেষ

সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে প্রধানমন্ত্রীর তিন প্রস্তাব

০৪ জুন, ২০২০ ৭:২৭ পূর্বাহ্ণ
সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে প্রধানমন্ত্রীর তিন প্রস্তাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও সহযোগিতা বাড়াতে বিশ্ব সম্প্রদায়কে ৩টি প্রস্তাব দিয়েছেন।

গতকাল বুধবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় মহাসাগর নিয়ে এক সংলাপে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন।

প্রথম প্রস্তাবে সামুদ্রিক সম্পদের পরিপূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার আহ্বান জানান তিনি। এছাড়া মৎস্য উন্নয়ন বিষয়ে যৌথ গবেষণা ও উপকূলীয় বাসস্থান ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের উৎস চিহ্নিতকরণ এবং এর ব্যবস্থাপনায় জোর দেন প্রধানমন্ত্রী।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ফ্রেন্ডস অব ওশান অ্যাকশন’-এর ব্যবস্থাপনায় গত ১লা জুন থেকে জেনেভায় পাঁচ দিনের এই সংলাপ শুরু হয়েছে।

শেয়ার