ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার জাগো নিউজ এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তানভীর হাসান তানুকে ৫ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ।
রোববার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক তানুকে ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিকেল ৩টা নাগাদ ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল আদালতে রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।’
বিপি/এমএইচটি