Top

এক ঘন্টার ব্যতিক্রমী কারাদণ্ড

১১ নভেম্বর, ২০২০ ৬:৪৯ অপরাহ্ণ
এক ঘন্টার ব্যতিক্রমী কারাদণ্ড

কারাদণ্ড হয়েছে এক ঘন্টার। কিন্তু সেজন্য তাদেরকে কারাগারে যেতে হয়নি। এই এক ঘন্টা তারা দেখেছেন কেন মাস্ক পড়তে হয়, কীভাবে পড়তে হয়, না পড়লে কী ক্ষতি? এসব দেখার পর তারা প্রতিশ্রুতি দিয়েছেন নিজেরা মাস্ক পড়বেন এবং অন্যদের মাস্ক পড়তে উৎসাহিত করবেন।

ব্যতিক্রম এই দন্ড দেয়া হয়েছে চাঁদপুর জেলায়। সকাল থেকে অভিযান পরিচালনা করে ৮১ জনকে মাস্ক বিহীন অবস্থায় আটক করা হয়। এরপর তাদেরকে নেয়া হয় স্টেডিয়ামের হল রূমে। সেখানে প্রজেক্টেরে দেখানো হয় এসব।

করোনার শুরু থেকেই চাঁদপুর জেলা প্রশাসন ব্যতিক্রম সব উদ্যোগ নিয়ে মানুষের মন জয় করেছে। আজকের এ উদ্যোগও সবার প্রশংসা পাচ্ছে। শুধু পুলিশ বাহিনী নয় সহায়তা নয়, জেলা প্রশাসনের সেচ্ছাসেবক আছে প্রায় শতাধিক।

তাদের সম্পৃক্ত করায় কাজে সাফল্য পাচ্ছে প্রশাসন খুব দ্রুততম সময়ে। প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকলে করোনার চলমান ঢেউ সহজেই হয়ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সবাই।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদ জানান, এই কার্যক্রম মহতি উদ্দ্যোগ; এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার